ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ছায়ানটে নারকীয় হামলার ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

২০২৫ ডিসেম্বর ২১ ১১:৪১:৫৯
ছায়ানটে নারকীয় হামলার ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র ‘ছায়ানট’ ভবনে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শেষপর্যন্ত মামলা দায়ের করা হয়েছে। শত শত অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ২০ ডিসেম্বর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে এই মামলাটি করেন।

গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল উত্তেজিত জনতা চড়াও হয় ছায়ানট ভবনের ওপর। একই রাতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার পাশাপাশি ছায়ানটের ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ সংগীত চর্চার অমূল্য সরঞ্জাম যেমন—তবলা, হারমোনিয়াম ও বেহালা ভাঙচুর করে এবং অনেক জায়গায় আগুন ধরিয়ে দেয়। এমনকি মূল্যবান মালামাল লুটপাটের ঘটনাও ঘটে।

নারকীয় এই ধ্বংসযজ্ঞের পর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করেছেন। এই সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং তাদের কঠোর আইনের আওতায় আনা হবে। তবে এই পরিকল্পিত হামলায় ঠিক কত টাকার আর্থিক ও সাংস্কৃতিক ক্ষতি হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

মূলত ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার সুযোগ নিয়ে একদল দুষ্কৃতকারী এই অতর্কিত হামলা চালায় বলে মনে করা হচ্ছে। ছায়ানটের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এমন অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে