ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রু সরানোর নেপথ্যে যে কারণ

২০২৫ ডিসেম্বর ২১ ১১:২৫:৩৭
তারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রু সরানোর নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা ফেরার বিশেষ ফ্লাইটে নিরাপত্তার স্বার্থে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মূলত ভিআইপি ম্যানেজমেন্ট এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর মাধ্যমে আগামী বুধবারের বহুল আলোচিত এই ফ্লাইটে কোনো ধরনের ঝুঁকি রাখতে চাইছে না কর্তৃপক্ষ।

ফ্লাইট থেকে প্রত্যাহার করা কর্মীরা হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। দায়িত্বশীল সূত্রগুলো জানাচ্ছে, একটি গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উঠে আসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, তাদের জায়গায় নতুন করে মোস্তফা ও আয়াতকে ওই ফ্লাইটের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দুই কেবিন ক্রুর সাথে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইটগুলোর দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই ধরনের রাজনৈতিক ঘনিষ্ঠতা ভিআইপি যাত্রীর নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হতে পারে—গোয়েন্দা প্রতিবেদনে এমনটি উল্লেখ করার পর বিমান কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়।

আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি–২০২’ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এই বিশেষ ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় দল সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফ্লাইটে এই ধরনের ক্রু রদবদল নতুন নয়। এর আগেও চলতি বছরের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ফ্লাইটে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং নিরাপত্তা ঝুঁকির তথ্য সামনে আসায় সে সময়ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে