ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধের হুঙ্কার রাকসু ভিপি জাহিদের

২০২৫ ডিসেম্বর ২১ ০৭:৫৬:৫২
প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধের হুঙ্কার রাকসু ভিপি জাহিদের

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যে এবার দেশের শীর্ষ দুটি সংবাদপত্র ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ বন্ধের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি এবং বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই বিতর্কিত ঘোষণা দেন। জাহিদ বলেন, "আজকের এই কর্মসূচি থেকে আমরা ঘোষণা করছি যে, প্রথম আলো, ডেইলি স্টারসহ সকল 'সিভিল' সংবাদপত্র অবিলম্বে বন্ধ করতে হবে।"

বিক্ষোভ সমাবেশ চলাকালীন জাহিদ উপস্থিত এই দুই সংবাদমাধ্যমের সাংবাদিকদের অবিলম্বে স্থান ত্যাগ করার নির্দেশ দেন এবং পরবর্তীতে তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এর আগে একই রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত ডেইলি স্টার ভবনেও হামলা চালায় দুর্বৃত্তরা। সেই সময় ভবনের ভেতরে সংবাদকর্মীরা আটকা পড়েছিলেন বলে জানা গেছে।

সমাবেশে রাকসু ভিপি আরও কিছু কঠোর ঘোষণা দেন। তিনি রাজশাহীতে অবস্থিত ভারতীয় হাইকমিশন উচ্ছেদের দাবি জানানোর পাশাপাশি সাফ জানিয়ে দেন যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ‘আওয়ামী ফ্যাসিস্ট’ শিক্ষককে ক্লাস নিতে দেওয়া হবে না।

হাদির মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, "হাদি ভাইয়ের রক্ত থেকে হাজারো হাদি জন্ম নেবে।" এদিকে, এই উত্তাল পরিস্থিতির মধ্যেই রাকসু সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মেরের উপস্থিতিতে মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। আম্মের ঘোষণা দেন যে, ওই স্থানে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।

তবে রাকসু ভিপির এমন মন্তব্য ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন মহল। রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর প্রশ্ন তুলেছেন যে, জাহিদ কি ভিপি হিসেবে নাকি শিবিরের সভাপতি হিসেবে ‘মব জাস্টিস’ উসকে দিচ্ছেন?

অন্যদিকে ডাকসু সভাপতি মেঘমল্লার বসু ফেসবুকে লিখেছেন, শিবিরের বিভিন্ন শাখা একেক সময় একেক উসকানিমূলক কথা বলছে এবং এটি একটি পরিকল্পিত খেলার অংশ কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সব মিলিয়ে হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহীর রাজপথ এখন চরম অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে