ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানকে আনতে লন্ডন গেলেন জুবাইদা রহমান

২০২৫ ডিসেম্বর ২১ ০০:৪৪:০৯
তারেক রহমানকে আনতে লন্ডন গেলেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৯ দিন দেশে অবস্থানের পর আবারও লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তাঁর যাত্রার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, ডা. জুবাইদা রহমানের এই লন্ডন যাত্রা মূলত তারেক রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সপরিবারে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতির অংশ। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন। দীর্ঘ ১৭ বছর পর তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিমানবন্দর এলাকা থেকে শুরু করে এভারকেয়ার হাসপাতালের আশপাশ পর্যন্ত বর্ণাঢ্য সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছিলেন ডা. জুবাইদা রহমান। দেশে অবস্থানকালে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তাঁর শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে সার্বক্ষণিক সময় দিয়েছেন।

মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি খালেদা জিয়ার চিকিৎসার নিবিড় তদারকি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছিলেন। তাঁর এই সেবা ও উপস্থিতি পরিবারের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের মাঝেও ইতিবাচক আবহ তৈরি করেছিল।

বর্তমানে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর বড়দিনের সকালে প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীতে এক বিশাল গণজমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির।

ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেই তারেক রহমান ও জাইমা রহমানকে সাথে নিয়ে ঢাকার ফিরতি ফ্লাইটে উঠবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে