ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

গ্রাহকের টাকা ফেরতের দায়িত্ব কার জানাল বাংলাদেশ ব্যাংক

২০২৫ ডিসেম্বর ১৭ ২০:২৩:২১
গ্রাহকের টাকা ফেরতের দায়িত্ব কার জানাল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীর টাকা ফেরতের সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংক অধিগ্রহণের পরিকল্পনা করছে না।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোর। প্রয়োজনে আইনগত পদক্ষেপ গ্রহণ করেও টাকা ফেরত নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে দেশের অন্তত ১৭টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি। এই পরিস্থিতিতে ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো ব্যাংক অধিগ্রহণের সিদ্ধান্ত নেই।

এদিকে, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ১৯ লাখ ডলার।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৩৮ কোটি ১০ লাখ ডলার।

তিনি আরও জানান, ১৪ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি মার্কিন ডলার, যা চলতি মাসের সর্বোচ্চ একদিনের রেমিট্যান্স প্রবাহ।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৮০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্সের পরিমাণ যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো ও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখা দেশের আর্থিক স্থিতিশীলতা জোরদার করবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে