ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত

২০২৫ ডিসেম্বর ১৭ ১৪:১৫:৪৯
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারতের কেন্দ্রীয় সরকার দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে সীমান্তের বড় অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। পাকিস্তান সীমান্তের ৯৩ শতাংশ এবং বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ এলাকায় এই বেড়া বসানো হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এ তথ্য জানিয়েছেন।

ভারতের পাকিস্তানের সঙ্গে ২,২৮৯.৬৬ কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে ৪,০৯৬.৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সংক্রান্ত তথ্য তুলে ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান সীমান্তের ২,১৩৫.১৩৬ কিলোমিটার (৯৩.২৫ শতাংশ) এবং বাংলাদেশ সীমান্তের ৩,২৩৯.৯২ কিলোমিটার (৭৯.০৮ শতাংশ) এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।

এর পাশাপাশি, ভারতের মিয়ানমারের সঙ্গে ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৯২১.২১৪ কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষ হয়েছে।

ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন ও মালদ্বীপ এই আট দেশের স্থল ও জলসীমান্ত রয়েছে। সব মিলিয়ে ভারতের স্থল ও জলসীমান্ত যথাক্রমে ১৫,১০৬.৭ কিলোমিটার এবং ৭,৫১৬ কিলোমিটার। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত দীর্ঘতম।

লোকসভায় নিত্যানন্দ রায় আরও বলেন, সীমান্তে কড়াকড়ি আরোপ করে অনুপ্রবেশকারীদের ঠেকানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে