ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ময়মনসিংহ মেডিক্যালের ডাক্তারকে বরখাস্তের কারণ

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:৫৬:৩১
ময়মনসিংহ মেডিক্যালের ডাক্তারকে বরখাস্তের কারণ

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে বরখাস্ত করা হয়েছে। এটি ঘটে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর। ঘটনা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঘটনাটি শনিবার (৬ ডিসেম্বর) ঘটে। শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র বিষয়ক চিকিৎসা অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে হাসপাতাল পরিদর্শনে তিনি সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

ডা. ধনদেব বর্মণ তখন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট ও দায়িত্বের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে ডিজি ও তার মধ্যে তর্ক হয় এবং পরে ডিজি তাঁকে বরখাস্তের নির্দেশ দেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “পরিদর্শনে স্বাস্থ্যসেবার মান নিয়ে ডিজি এবং ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তবে এখন বিষয়টি নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে