ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আনুষ্ঠানিক উৎসব ছাড়াই স্কুলে সরাসরি বই পাঠানো হবে: গণশিক্ষা উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৬ ১৮:২৫:৩৩
আনুষ্ঠানিক উৎসব ছাড়াই স্কুলে সরাসরি বই পাঠানো হবে: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক বিতরণের সব প্রস্তুতি প্রায় শেষ, এমন তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, এ বছর কোনো আনুষ্ঠানিক উৎসব ছাড়াই বই স্কুলে সরাসরি পাঠানো হবে।

শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত স্টেকহোল্ডার মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, যেসব শিক্ষক দায়িত্বশীলতার সঙ্গে পড়ান, তাদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাদের ন্যায্য দাবির পাশে সরকার থাকবে। তবে দায়িত্ব অবহেলা করলে কাউকে ‘শিক্ষক’ বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানসহ অনেকে বক্তব্য দেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে