ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:৪৮:২৮
ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা ঘটে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে।

যাত্রীদের অভিযোগ, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ শুরু করে। এরপর ইঞ্জিনে থাকা তেল ছড়িয়ে পড়ে এবং ট্রেনের গতি কমে যায়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হওয়ায় ময়মনসিংহ-ঢাকা রুটে সব ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশপাশের স্টেশনগুলোতেও কিছু ট্রেন যাত্রাবিরতি করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে