ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপি প্রতিশ্রুতির প্রতি অটল: রিজভী

২০২৫ ডিসেম্বর ০৬ ১৮:০৩:৩৫
বিএনপি প্রতিশ্রুতির প্রতি অটল: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাসী এবং অতীতের মতো ভবিষ্যতেও দলের অঙ্গীকার বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপি সবসময় ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাসী। অতীতেও আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি, ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় থাকবে।”

রিজভী উল্লেখ করেন, অতীতে স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পেনশন পেতেন। তবে ১৯৯০ সালের বিএনপির ইশতেহারে ঘোষণা দেওয়া হয়, স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন পেনশন দেওয়া হবে। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই প্রতিশ্রুতি কার্যকর করেন। তিনি বলেন, “এটা বিএনপির দীর্ঘদিনের নীতি, এবং আমরা আবারও ক্ষমতায় এলে নীতি বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তিনি অঙ্গীকার বাস্তবে রূপ দেবেন এবং কোনো ধরনের বিচ্যুতি হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, “যদি নির্বাচন করতে চাই, তাহলে দলের সভা-সমাবেশ ও প্রস্তুতির সুযোগ দিতে হবে। না হলে নির্বাচন শুধু কল্পনাই থেকে যাবে।” তিনি উল্লেখ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তিনি দেশ ও জনগণকে ভালোবেসে সময়মতো দেশে ফিরে নেতৃত্ব দেবেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে