ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:৫৪:০৭
সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে বা সরকারের অংশ হতে পারলে প্রাইভেট সেক্টরেও শুক্র–শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জুলাই স্পিরিটে আলোকিত’ পেশাজীবীদের নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, “পাবলিক ও প্রাইভেট সেক্টরে চাকরি পেতে দলীয় দাস, পরিবারতন্ত্র, তোষামোদ—এসবই ছিল মূল যোগ্যতা। এখন এই সংস্কৃতি পাল্টাতে হবে।”

ছোট রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না। মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মের নামে রাজনীতি—এসব আর চলতে দেওয়া যাবে না। ভাঙা থেকে উঠে দাঁড়ানোর পর এখন গড়ার সময়।”

এ সময় ভারতকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “নির্বাচনে হস্তক্ষেপ করতে আসবেন না। এখানে আপনাদের অনেক ব্যবসা আছে, পরে লেজ গুটিয়ে পালাতে হতে পারে। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাস মোকাবিলায় আমরা প্রস্তুত।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে