ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অভিষেকেই ইতিহাস

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দাপট

২০২৫ ডিসেম্বর ০৬ ১৯:৪১:১৫
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপ হকিতে অভিষেকেই দারুণ সাড়া ফেলেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পর স্থান নির্ধারণী পর্বেও নিজেদের শক্তির প্রমাণ দিচ্ছে লাল–সবুজের তরুণরা। ভারতের মাদুরাইয়ে আজ বাংলাদেশ ৫-৩ গোলের জয়ে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে দারুণ সাফল্য তুলে নেয়।

২০০৯ সাল থেকে নিয়মিতভাবে যুব বিশ্বকাপে খেলা দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই শক্তিশালী দল হিসেবে পরিচিত। বিপরীতে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো যুব হকি বিশ্বকাপ খেলছে। তাই একই প্রতিপক্ষকে গ্রুপ পর্বে ড্র করার পর স্থান নির্ধারণী লড়াইয়ে হারানো বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। গ্রুপ ম্যাচেই কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করেছিল, যেখানে হ্যাটট্রিক করেছিলেন আমিরুল ইসলাম।

ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি কোরিয়ার নিয়ন্ত্রণে। ১০ মিনিটে লি গোল করে দলকে এগিয়ে নেন। প্রথম কোয়ার্টার শেষ হয় কোরিয়ার ১-০ লিডে। দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে লি স্কোরলাইন ২-০ করেন। এরপরই বদলে যেতে শুরু করে ম্যাচের চিত্র। ২১ ও ২৪ মিনিটে টানা দুই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল। বিরতিতে দুই দল ২-২ সমতায় মাঠ ছাড়ে।

তৃতীয় কোয়ার্টারে এসে আবারও নায়ক হয়ে ওঠেন আমিরুল। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি এবং বাংলাদেশকে ৩-২ গোলের লিড এনে দেন। ওই কোয়ার্টারে কোরিয়া একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। শেষ কোয়ার্টারে ওবায়দুল জয় বাংলাদেশের পক্ষে ব্যবধান বাড়ান। যদিও দুই মিনিট পরই লি হ্যাটট্রিক করে কোরিয়াকে ম্যাচে ফেরান, তবে শেষ মুহূর্তে রাকিবুল হাসানের গোল বাংলাদেশের জয়ের গল্পটি নিশ্চিত করে।

গ্রুপ পর্বে বাংলাদেশের লড়াইও ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে হার, কোরিয়ার সঙ্গে ৩-৩ ড্র এবং গত আসরের রানার্সআপ ফ্রান্সের কাছে ২-৩ গোলের হার—প্রতিটি ম্যাচেই ছিল লড়াই। এরপর ১৭-২৪তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১৩-০ গোলে উড়িয়ে দেয় ওমানকে। আজ কোরিয়াকে হারায় তারা। আগামী স্থান নির্ধারণী ম্যাচ জিততে পারলে বিশ্বকাপ শেষ হবে বাংলাদেশের ১৭তম স্থানে।

বাংলাদেশ দলের উজ্জ্বলতম নক্ষত্র আমিরুল ইসলাম ইতোমধ্যে টুর্নামেন্টজুড়ে আলো কাড়ছেন। ৫ ম্যাচে তার গোল সংখ্যা ১৫—যা এখন পর্যন্ত যুব বিশ্বকাপে সর্বোচ্চ। পাঁচ ম্যাচের চারটিতেই হ্যাটট্রিক করে তিনি হয়ে উঠেছেন দলের প্রধান ভরসা। টানা দুই ম্যাচে পেয়েছেন ম্যাচসেরা পুরস্কারও।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে