ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

বীরেন্দ্র শেহওয়াগের স্ত্রী আরতীর সঙ্গে বিসিসিআই সভাপতির সম্পর্ক

২০২৫ অক্টোবর ২২ ১৯:১৪:৫৩
বীরেন্দ্র শেহওয়াগের স্ত্রী আরতীর সঙ্গে বিসিসিআই সভাপতির সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্রিকেট মহলে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড)-এর নতুন সভাপতি মিঠুন মানহস ও প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের স্ত্রী আরতী আহলাওয়াত-কে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি ও কিছু পুরনো তথ্য ঘিরে এই জল্পনার সূত্রপাত।

সম্প্রতি মিঠুন মানহস BCCI-র সভাপতি পদে আসীন হওয়ার পরই একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে আরতী আহলাওয়াতের সঙ্গে দেখা গেছে। সেই সূত্র ধরে কিছু অবৈরচরিত অনলাইন পোস্ট ও গুজব দাবি করছে, এই দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে এবং বীরেন্দ্র শেহওয়াগ ও তাঁর স্ত্রী আরতী হয়তো আলাদা থাকছেন কিংবা বিবাহবিচ্ছেদের পথে রয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত বীরেন্দ্র শেহওয়াগ, আরতী আহলাওয়াত বা মিঠুন মানহস— কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে এসব তথ্য যাচাই না হওয়া পর্যন্ত একে নিছক গুজব বলেই ধরে নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় কী নিয়ে বিতর্ক?

২০২১ সালে তোলা একটি পুরনো ছবি নতুন করে ভাইরাল হয়েছে।

সাংবাদিক অভিষেক ত্রিপাঠী ৭ অক্টোবর একটি পোস্টে এই বিতর্কের ইঙ্গিত দেন।

শেহওয়াগ-আরতী দম্পতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বলে দাবি করা হয়েছে।

শেহওয়াগের দুই ছেলেই মিঠুন মানহসকে ফলো করে— এই তথ্যও নিয়ে আলোচনা চলছে।

মিঠুন মানহস ও বীরেন্দ্র শেহওয়াগ দীর্ঘদিনের পরিচিত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন। ফলে, তাদের পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে কোনো গুজব খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

এই প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে কারো পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য, আনুষ্ঠানিক বিবৃতি বা প্রমাণিত অভিযোগ পাওয়া যায়নি। তাই পাঠকদের প্রতি অনুরোধ— সোশ্যাল মিডিয়ার ভিত্তিহীন গুজবে কান না দিয়ে দায়িত্বশীল ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখুন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে