ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

শাস্তির আওতায় আসছে লংকাবাংলা ফাইন্যান্স

২০২৫ অক্টোবর ১৬ ১০:১৭:৩৬
শাস্তির আওতায় আসছে লংকাবাংলা ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স ২০২৪ অর্থ বছরের ব্যবসায়িক মুনাফা থেকে কোনো ডিভিডেন্ড ঘোষণা না করায় কোম্পানিটি অতিরিক্ত করের আওতায় আসছে।

বোর্ড শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে পুরো মুনাফা সংরক্ষিত মুনাফা (রিটেইনড আর্নিংস) হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটিকে এই অর্থের উপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে।

২০১৮-১৯ অর্থ বছরের জাতীয় বাজেটে বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি তাদের বার্ষিক মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ ডিভিডেন্ড না দেয়, তবে রিটেইনড আর্নিংসে স্থানান্তরিত বা কোম্পানিতে রেখে দেওয়া সম্পূর্ণ অর্থের ওপর ১০% হারে কর আরোপযোগ্য হবে।

লংকাবাংলা ফাইন্যান্সের ২০২৪ অর্থ বছরের আর্থিক চিত্র:

মোট নিট মুনাফা: ২৭ কোটি ৪৮ লাখ টাকা

শেয়ারপ্রতি আয় (EPS): ০.৫১ টাকা

ডিভিডেন্ড ঘোষণা: হয়নি (০%)

সম্পূর্ণ মুনাফা রাখা হচ্ছে রিটেইনড আর্নিংসে

চাকায় পরিণত অতিরিক্ত কর: আনুমানিক ২ কোটি ৭৫ লাখ টাকা

পরিশোধিত মূলধন: ৫৩৮ কোটি ৮৪ লাখ টাকা

সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা: ৬৬.৪৫%

শেয়ার দর (১৫ অক্টোবর): ১৪.৪০ টাকা

মুনাফা অর্জনের পরও ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্তে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে করে বাজারে কোম্পানিটির প্রতি আস্থা হ্রাস পেতে পারে এবং এর প্রভাব শেয়ার দরে পড়তে পারে।

এদিকে আরেক তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড ২০২৩-২৪ অর্থ বছরে আগের তুলনায় ১০৫৭% মুনাফা বৃদ্ধি পেয়েছে। যদিও ফার্মা এইডের আগের বছরের EPS ছিল ০.৭০ টাকা, সেটি কমে এবার হয়েছে ০.৫১ টাকা — যা লংকাবাংলা ফাইন্যান্সের EPS এর সমান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে