ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

মেয়েরা গুগলে ১০টি জিনিস সবচেয়ে বেশি খোঁজেন

২০২৫ অক্টোবর ২২ ১২:১৬:৫৫
মেয়েরা গুগলে ১০টি জিনিস সবচেয়ে বেশি খোঁজেন

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে মেয়েরা প্রায়ই এমন কিছু বিষয় সার্চ করেন, যা হয়তো প্রকাশ্যে বলতে অস্বস্তি বোধ করেন। তবে গুগলের সার্চ ডেটা বলছে, কিছু নির্দিষ্ট বিষয়ে তাদের কৌতূহল সবচেয়ে বেশি।

চলুন দেখে নেওয়া যাক—গোপনে মেয়েরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যেসব বিষয়:

১. বলিরেখামুক্ত ত্বক পাওয়ার উপায়

৩০ পেরোলেই বলিরেখা নিয়ে বাড়ে দুশ্চিন্তা। তাই ঘরোয়া টোটকা থেকে শুরু করে অ্যান্টি-এজিং স্কিন কেয়ার—সবই গুগলের খোঁজে!

২. স্মোকি আই মেকআপ শেখার সহজ টিপস

চোখে স্মোকি লুক ট্রেন্ডে থাকলেও ঠিকভাবে করতে না জানলে দেখতে হয় “পান্ডার মত”! তাই গুগলে খোঁজা হয় স্টেপ-বাই-স্টেপ গাইড।

৩. চোখের ফোলাভাব দূর করার উপায়

শসা, বরফ, চা-ব্যাগ—কোনটা বেশি কার্যকর? মেয়েরা খোঁজেন বাস্তবিক সমাধান। এক্সট্রা স্ট্রেস বা ঘুমের ঘাটতি থেকেও হয় এই সমস্যা।

৪. চুল ধোয়ার সঠিক নিয়ম

তৈলাক্ত না কি শুষ্ক চুল? কতদিন পরপর শ্যাম্পু করব? এই প্রশ্নেই ভরতি মেয়েদের সার্চ হিস্টোরি।

৫. অবাঞ্ছিত লোম দূর করার নিরাপদ উপায়

ওয়াক্সিং, শেভিং না লেজার? পার্শ্বপ্রতিক্রিয়া আছে নাকি? মেয়েরা খোঁজেন নিরাপদ ও স্থায়ী সমাধান।

৬. কনসিলার ব্যবহারের সঠিক নিয়ম

ডার্ক সার্কেল ঢাকতে চাচ্ছেন, কিন্তু শেড ভুল হলে উল্টো বিপদ! তাই কনসিলার ব্যবহারে গুগলের সাহায্য নেওয়াই নিরাপদ।

৭. ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর?

বডি আর্ট ভালোবাসলেও পার্মানেন্ট কিছু করার আগে ১০ বার ভাবেন মেয়েরা। পার্শ্বপ্রতিক্রিয়া, ইনফেকশন এসব নিয়েই বেশি সার্চ।

৮. চুল দ্রুত লম্বা করার উপায়

অ্যালোভেরা, নারকেল তেল, পেঁয়াজের রস—চুল বাড়ানোর ঘরোয়া টিপসে গুগলের রেকর্ড ব্রেকিং ভিজিট!

৯. ত্বক ফর্সা করার কার্যকর উপায়

উজ্জ্বল ত্বকের খোঁজে মেয়েরা খুঁজে বেড়ান ঘরোয়া রেসিপি থেকে শুরু করে কসমেটিকস রিভিউ পর্যন্ত।

১০. নিজের ত্বকের ধরন কীভাবে চেনা যাবে?

সঠিক স্কিন কেয়ার তো ত্বকের ধরন জানলেই সম্ভব! মেয়েরা চান সহজ কিছু টেস্টের মাধ্যমে জেনে নিতে—তাদের ত্বক শুষ্ক, তৈলাক্ত না কি মিশ্র।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে