ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

৪০ কোটি টাকায় সম্প্রসারণ ও অধিগ্রহণে স্কয়ার টেক্সটাইল

২০২৫ অক্টোবর ২২ ১০:২৯:২৭
৪০ কোটি টাকায় সম্প্রসারণ ও অধিগ্রহণে স্কয়ার টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলস পিএলসি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষ্যে ব্যালান্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপ্যানশন (বিএমআরই) কর্মসূচি হাতে নিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে ডিএসইর মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

বিএমআরই প্রকল্পের পাশাপাশি প্রতিষ্ঠানটি স্কয়ার টেক্সকম লিমিটেড নামে একটি সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই অধিগ্রহণ ও সম্প্রসারণ প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ৪০ কোটি টাকা।

স্কয়ার টেক্সকম দীর্ঘদিন ধরে স্কয়ার গ্রুপের টেক্সটাইল কার্যক্রমের অংশ হিসেবে কাজ করছে। একীভূতকরণের মাধ্যমে কোম্পানির উৎপাদন প্রক্রিয়া আরও দক্ষ ও সমন্বিত হবে বলে আশা করা হচ্ছে।

একই বৈঠকে ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আলোচিত বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ছিল ৫ টাকা ৮৯ পয়সা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে