ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাইব্যুনালে গর্জে উঠলেন শেখ হাসিনার আইনজীবী

২০২৫ অক্টোবর ২২ ১৮:৫৬:৫৫
ট্রাইব্যুনালে গর্জে উঠলেন শেখ হাসিনার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়ে নিজের দায় স্বীকার করলেও এখন "অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন" বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী মো. আমির হোসেন।

বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ মন্তব্য করেন। শুনানিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল উপস্থিত ছিলেন।

এ সময় রাজসাক্ষী চৌধুরী মামুনের সাক্ষ্য নিয়ে ট্রাইব্যুনাল ও আইনজীবীর মধ্যে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন হয়। ট্রাইব্যুনাল মন্তব্য করে, মামুন নিজের দোষ স্বীকার করেছেন, তবে আমির হোসেন বলেন, "হয়তো সব স্বীকার করেছেন, আবার নাও করতে পারেন—এটা আদালতের বিবেচ্য।"

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর লেথাল ওয়েপন ব্যবহারের কোনো সরাসরি আদেশ ছিল না। মামুন নিজেকে রক্ষার জন্য অনেক কিছু বলেছেন, যেগুলো বিশ্বাসযোগ্য নয়।”

৩৬ নম্বর সাক্ষী হিসেবে মামুনের দেওয়া জবানবন্দির প্রসঙ্গে তিনি বলেন, “তাকে আড়াই ঘণ্টা সময় দেওয়া হয়েছিল—এটা স্বাভাবিক নয়। এটি ছিল চিন্তাভাবনার সুযোগ।”

এ মামলায় শেখ হাসিনা, কামাল ও মামুনসহ মোট তিনজনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। মোট অভিযোগপত্র ৮,৭৪৭ পৃষ্ঠার; যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২,৭২৪ পৃষ্ঠা। মামলায় সাক্ষী করা হয়েছে ৮১ জনকে।

রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবীর যুক্তিতর্ক আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে