ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা 

২০২৫ অক্টোবর ২২ ১৬:১৯:২৫
শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, উপদেষ্টা তাদের সঙ্গে দেখা না করে ‘অপমানজনক আচরণ’ করেছেন। এর প্রতিবাদে তারা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন,“আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ ও দাবি নিয়ে আলোচনা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ি। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দিলেও শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এটি শিক্ষকদের চরম অবমাননা।”

তিনি আরও বলেন,“এই আচরণ শুধু আমাদের সংগঠনের নয়, সমগ্র শিক্ষক সমাজের প্রতি অবজ্ঞা। তাই আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”

ঘোষিত কর্মসূচি:

সময়: বৃহস্পতিবার, সকাল ১১টা

স্থান: জাতীয় প্রেস ক্লাব, ঢাকা

ধরণ: প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে