ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

বিদ্যুৎ ও জ্বালানির ৮ কোম্পানিতে আস্থা বাড়ল প্রাতিষ্ঠানিকদের

২০২৫ অক্টোবর ২২ ১৮:১৩:৫৮
বিদ্যুৎ ও জ্বালানির ৮ কোম্পানিতে আস্থা বাড়ল প্রাতিষ্ঠানিকদের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে ৮টিতে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে, এই খাতের ১৩টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এবং ২টিতে অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে িএ তথ্য জানা গেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির এই ধারায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক ধারণ আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৮.৫৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে এক লাফে ২.৬৭ শতাংশ বেড়ে ২১.২৪ শতাংশে দাঁড়িয়েছে। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০টি এবং পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। এই সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৫.৩১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.৩০ শতাংশ শেয়ার। কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

অন্যদিকে, এমজেএল বাংলাদেশেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে; আগস্টে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিয়োগকারীদের শেয়ার ২০.৭৯ শতাংশ, যা ০.২০ শতাংশ বেড়ে সেপ্টেম্বরে ২০.৯৯ শতাংশে পৌঁছেছে। এই কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৭টি এবং পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা। তাদের বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৭১.৫২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.৫০ শতাংশ শেয়ার। এই কোম্পানিটি গত অর্থবছরের জন্য ৫২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, উচ্চ ডিভিডেন্ড দেওয়া ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার-এও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এই কোম্পানিটি তাদের সর্বশেষ অর্থবছরের জন্য ৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগস্টের ১৩.৩৫ শতাংশ থেকে ০.২২ শতাংশ বেড়ে সেপ্টেম্বরে তাদের ধারণকৃত শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৫৭ শতাংশে।

বৃহৎ মূলধনী রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর মধ্যে যমুনা ওয়েল (সর্বশেষ ১৫০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড), মেঘনা পেট্রোলিয়াম (১৭০% ক্যাশ ডিভিডেন্ড) এবং পাওয়ার গ্রিড কোম্পানি-তেও সামান্য হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। যমুনা ওয়েলে ০.০১ শতাংশ বেড়ে ৩০.০৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামে ০.০৬ শতাংশ বেড়ে ৩৩.১৭ শতাংশ এবং পাওয়ার গ্রিডে ০.০২ শতাংশ বেড়ে ১৪.৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নিশ্চিত হয়েছে।

বাকি কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ার কোম্পানি-তে ০.১১ শতাংশ বেড়ে ৯.৩২ শতাংশ এবং লুব-রেফ (বাংলাদেশ)-এও ০.১১ শতাংশ বেড়ে ৯.৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে। এই বৃদ্ধি প্রমাণ করে যে, বাজারের বড় ধরনের ওঠানামা সত্ত্বেও কিছু নির্দিষ্ট শেয়ারের প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ অটুট রয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে