ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

বৃত্তি পরীক্ষা: ফরম পূরণের তারিখসহ দেখে নিন সব তথ্য

২০২৫ অক্টোবর ২২ ১৬:২৫:৪৫
বৃত্তি পরীক্ষা: ফরম পূরণের তারিখসহ দেখে নিন সব তথ্য

নিজস্ব প্রতিবেদক: ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। তবে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর।

বোর্ড ফি জমা দেওয়ার পরই অনলাইনে নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে বলে মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরম পূরণের প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবে।

প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। এ ছাড়া প্রত্যেক পরীক্ষার্থীর ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর কেন্দ্র ফি মাদ্রাসাপ্রধান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দিতে হবে।

অনলাইন ফরম পূরণের ধাপ

ফরম পূরণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Ebtedaee Scholarship Entry সেকশন থেকে।

প্রতিষ্ঠানকে প্রথমে তাদের EIIN/কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

এরপর Payment অপশনে ক্লিক করে পরীক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

যেসব প্রতিষ্ঠানের পাসওয়ার্ড নেই, তারা ‘নতুন পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে কোড ও নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে OTP গ্রহণ করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবে। বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। কোনো মাদ্রাসার সব পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর তালিকার প্রিন্ট আউট নিয়ে যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে এডিট (Edit) অপশনে ক্লিক করে সংশোধন করা যাবে। সব তথ্য যাচাই শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট মাদ্রাসার ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে