ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

মার্জিন অ্যাকাউন্টের তথ্য চাইল লাফার্জহোলসিম

২০২৫ অক্টোবর ২২ ১১:১৫:৫৩
মার্জিন অ্যাকাউন্টের তথ্য চাইল লাফার্জহোলসিম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক সিমেন্ট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রান্তিকের জন্য ১৮ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বুধবার (২২ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তীতে তা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রকাশ করা হয়।

ঘোষণার সঙ্গে কোম্পানিটি জানিয়েছে, এই ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর, ২০২৫।

ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণ হোল্ডারদের বিস্তারিত তথ্য চেয়েছে। লাফার্জহোলসিম জানিয়েছে, ১৮ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) তারিখের মধ্যে এই তথ্য কোম্পানিতে জমা দিতে হবে।

তথ্যের মধ্যে থাকতে হবে—শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, গ্রাহকভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, মোট প্রাপ্য ডিভিডেন্ড, প্রযোজ্য করের হার এবং নিট ডিভিডেন্ডের অঙ্ক।

বাজারের নিয়ম অনুযায়ী, মার্জিন ঋণ অ্যাকাউন্টে থাকা শেয়ারের ডিভিডেন্ড সরাসরি বিনিয়োগকারীর হাতে না গিয়ে প্রথমে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের মাধ্যমে ঋণ সমন্বয় করা হয়। তাই লাফার্জহোলসিম সময়মতো ও সঠিকভাবে ডিভিডেন্ড বিতরণ নিশ্চিত করতে এই তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে