ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

র‍্যাবের সাবেক ডিজিসহ ১৫ শীর্ষ সেনা কর্মকর্তা কারাগারে

২০২৫ অক্টোবর ২২ ০৯:২০:৩০
র‍্যাবের সাবেক ডিজিসহ ১৫ শীর্ষ সেনা কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: গুম ও খুনের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক থাকা সেনাবাহিনীর ১৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকাল ৭টার পর অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন:

র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম

ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার

ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম

ব্রিগেডিয়ার কে. এম. আজাদ

কর্নেল আবদুল্লাহ আল মোমেন

কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরে)

লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন

লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম

মেজর মো. রাফাত-বিন-আলম (সাবেক বিজিবি কর্মকর্তা)

এ ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক:

মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী

ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী

—তাদেরকেও জেলহাজতে পাঠানো হয়েছে।

সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল, পল্টন, মৎস্য ভবনসহ আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকায় প্রায় ছদ্মযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে