ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

এবার এই ২৭টি দেশ পাবে ডিভি লটারি সুযোগ

২০২৫ অক্টোবর ১৯ ২০:০২:০১
এবার এই ২৭টি দেশ পাবে ডিভি লটারি সুযোগ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণের অন্যতম পথ ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। তবে ২০২৬ সালের ডিভি লটারির জন্য বাংলাদেশসহ এশিয়ার একাধিক দেশ যোগ্য আবেদনকারীর তালিকা থেকে বাদ পড়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর (US State Department) এর নভেম্বর ভিসা বুলেটিন অনুযায়ী, এই বছর বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, চীন ও দক্ষিণ কোরিয়াকেও বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে—উচ্চ অভিবাসন হার।

২০২৬ সালের ডিভি প্রোগ্রামের অধীনে এশিয়ার মোট ২৭টি দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। তালিকায় রয়েছে:

আফগানিস্তান

নেপাল

ভুটান

বার্মা (মিয়ানমার)

কম্বোডিয়া

ইন্দোনেশিয়া

ইরান

ইরাক

ইসরায়েল

জাপান

জর্ডান

কুয়েত

লাওস

লেবানন

মালয়েশিয়া

ওমান

কাতার

সৌদি আরব

সিঙ্গাপুর

শ্রীলঙ্কা

সিরিয়া

তাইওয়ান

থাইল্যান্ড

পূর্ব তিমুর

সংযুক্ত আরব আমিরাত

ইয়েমেন

বাহরাইন

ডাইভারসিটি ভিসা (DV) লটারি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি অভিবাসন কর্মসূচি, যা “গ্রিন কার্ড লটারি” নামেও পরিচিত। এই কর্মসূচির লক্ষ্য হলো—সেসব দেশ থেকে কম অভিবাসন হয়েছে, সেখানকার নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া।

যেসব দেশের নাগরিকরা আগের ৫ বছরে যুক্তরাষ্ট্রে অনেক বেশি অভিবাসন করেছেন, তারা সাধারণত এই কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হন না।

বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বক্তব্য—গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেশি হওয়ায় তারা এবারের ডিভি লটারির জন্য অযোগ্য।

এটি অবশ্যই সাময়িক। ভবিষ্যতে অভিবাসন হার কমলে বাংলাদেশ আবার এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে