ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

৩০০ আসনে ‘গ্রীন সিগনাল’ দিলেন তারেক রহমান

২০২৫ অক্টোবর ২২ ১০:৩৮:৫৪
৩০০ আসনে ‘গ্রীন সিগনাল’ দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এখনও বাকি থাকলেও বিএনপি ইতোমধ্যেই দেশের ৩০০টি আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে শুরু করেছে। অনেককেই দলীয়ভাবে "সবুজ সংকেত" দিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের নির্ভরযোগ্য সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিদিনই জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক চলছে। এসব বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বগুড়া, মেহেরপুরসহ বিভিন্ন জেলার প্রার্থীরা সরাসরি তারেক রহমানের ফোন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

গ্রীন সিগনাল পাওয়া প্রার্থীদের মধ্যে আছেন:

বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম

বগুড়া-৩: আবদুল মহিত তালুকদার

বগুড়া-৪: মোশারফ হোসেন

বগুড়া-৫: জি এম সিরাজ

মেহেরপুর-১: মাসুদ অরুণ

মেহেরপুর-২: আমজাদ হোসেন

মোশারফ হোসেন বলেন, “আমাকে সরাসরি ফোন দিয়ে বলেন, কাজ শুরু করতে। এটাই স্পষ্ট ইঙ্গিত।”

রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামতে বলা হয়েছে।

ঢাকার সম্ভাব্য প্রার্থীরা:

ঢাকা-৮: মির্জা আব্বাস

ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন

ঢাকা-১৬: আমিনুল হক

ঢাকা-১৩ (জোট): ববি হাজ্জাজ

ঢাকা-১৭ (জোট): আন্দালিব রহমান পার্থ

ঢাকা-১৪: নির্দলীয় প্রার্থী বিবেচনায়

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “মৌখিক নির্দেশনা অনুযায়ী আমরা এখন থেকেই জনগণের কাছে যাচ্ছি।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, “সরকারের অপকর্ম জনগণের সামনে তুলে ধরার জন্য দীর্ঘ সময় দরকার। নির্বাচনী তফসিল ঘোষণার পর সেই সময় পাওয়া যায় না। এজন্যই আমরা আগে থেকেই মাঠে নামছি।”

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে প্রাথমিকভাবে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

তবে কমপক্ষে ৫০টি আসনে জোটগত কারণে মনোনয়ন পরিবর্তন হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে