ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Sharenews24

‘৬৬ বছর আগের শেয়ার ফেরত চাই’ সোনালী–পূবালী ব্যাংকের দ্বন্দ্ব

২০২৫ অক্টোবর ২২ ১২:২৭:০৬
‘৬৬ বছর আগের শেয়ার ফেরত চাই’ সোনালী–পূবালী ব্যাংকের দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৬৬ বছর আগে, ১৯৫৯ সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক (বর্তমানে পূবালী ব্যাংক) কর্তৃক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (বর্তমানে সোনালী ব্যাংক) এ করা ৩৮,৩৩৫টি শেয়ার‑এর বিনিয়োগ ফেরতের দাবিতে সোনালী ব্যাংক সক্রিয় হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেই শেয়ারগুলো বোনাসসহ আগামীতে ৫১,০২২টিতে দাঁড়ায় যার তখনকার মূল্যে ছিল ৫ লাখ ১০ হাজার ২২০ টাকা।

বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ–এ পূবালী ব্যাংকের শেয়ারের বাজার মূল্য অনুযায়ী সেই শেয়ারগুলোর মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

দাবিতে এনেছে সোনালী ব্যাংক, কিন্তু পূবালী ব্যাংক বলছে—১৯৮৩ সালে বেসরকারিকরণের সময় শেয়ারধারীদের জন্য আবেদন খোলা হয়েছিল, যেসব আবেদন হয়েছিল সেগুলি নিষ্পত্তি হয়েছে এবং ব্যাংকের ব্যালান্সশিটে এখন সেই বিনিয়োগের উল্লেখ নেই।

এই বিষয়টি নিয়ে বেশ কয়েক দফা চিঠি ও বৈঠক হয়েছে, তবুও এখনো চূড়ান্ত সমাধান হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে