ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

ড. বিলাল ফিলিপসের অবিশ্বাস্য জীবন-পরিবর্তনের গল্প

২০২৫ অক্টোবর ২১ ১১:০৯:০৪
ড. বিলাল ফিলিপসের অবিশ্বাস্য জীবন-পরিবর্তনের গল্প

নিজস্ব প্রতিবেদক: জ্যামাইকায় জন্মগ্রহণকারী ড. বিলাল ফিলিপস বায়োকেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর কানাডায় পড়াশোনাকালে যুক্ত হন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে। সমাজের দারিদ্র্য, অবিচার ও বৈষম্যের সমাধান হিসেবে তিনি তখন কমিউনিজমকেই উপযুক্ত মনে করতেন। ছাত্র বিক্ষোভ ও পার্টির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি আদর্শ বাস্তবায়নের স্বপ্ন দেখেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, কমিউনিজমের তাত্ত্বিক সৌন্দর্যের আড়ালে রয়েছে বাস্তবিক সীমাবদ্ধতা—বিশেষ করে বাকস্বাধীনতার অভাব ও ব্যর্থ প্রয়োগ। সেসব উপলব্ধিই তাঁকে নতুন সত্যের অনুসন্ধানে প্রেরণা দেয়।

কমিউনিজম থেকে সরে এসে তিনি গভীরভাবে বিভিন্ন ধর্মবিশ্বাস নিয়ে গবেষণা শুরু করেন। বৌদ্ধধর্ম, হিন্দুধর্মসহ অন্যান্য ধর্মের ধারণাগুলোকে তিনি যৌক্তিকভাবে গ্রহণযোগ্য মনে করতে পারেননি।

তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত আসে একটি স্বপ্নের মাধ্যমে। তিনি স্বপ্নে নিজেকে একটি অন্ধকার, বিপজ্জনক স্থানে আটকে পড়া অবস্থায় দেখেন—কোনও শব্দ বের হয় না, কেউ সাহায্য করে না। এই স্বপ্ন তাকে গভীর উপলব্ধিতে পৌঁছে দেয়: একমাত্র আল্লাহই পারেন তাকে রক্ষা করতে। এরই প্রেক্ষিতে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

ইসলাম গ্রহণের পর ড. ফিলিপস সৌদি আরবে যান উচ্চতর ইসলামি শিক্ষার জন্য এবং দীর্ঘ সময় সেখানেই কাটান। তিনি দাঈ হিসেবে ইসলামের বাণী ছড়িয়ে দেন, বিশেষ করে সৌদিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের মধ্যে।

তাঁর মা-বাবা যদিও মুসলিম ছিলেন না, তবে ইসলামের প্রতি সম্মান পোষণ করতেন। মালয়েশিয়ায় তাঁর দত্তক সৎ ভাইয়ের ইসলামিক জীবনযাপন তাঁদের পরিবারকে প্রভাবিত করে। তাঁর বাবা—একজন সংগীতশিল্পী—সবসময় এক ঈশ্বরের উপাসক ছিলেন এবং যিশুকে উপাস্য হিসেবে গ্রহণ করতে পারেননি। ইসলাম গ্রহণের ২১ বছর পর, তাঁর বাবা কুরআনের সুরা আল-বাকারা শুনে এতটাই প্রভাবিত হন যে তিনি ইসলাম গ্রহণ করেন। পরে তাঁর মা-ও মুসলিম হন।

ড. ফিলিপস ইসলাম প্রচার ও শিক্ষা বিস্তারে নিজেকে নিয়োজিত রাখেন। ইসলামিক স্কুল প্রতিষ্ঠা, দাওয়াহ কার্যক্রম, এবং ধর্মনিরপেক্ষ চিন্তাধারার মানুষদের ইসলামের সৌন্দর্য তুলে ধরায় তাঁর ভূমিকা অনন্য।

ইসলামী দৃষ্টিকোণ থেকে, জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতের মাধ্যমে জান্নাত লাভ করা। ড. ফিলিপস মনে করেন, ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ভালো কাজকে উৎসাহিত করে এবং সবধরনের মন্দ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে