ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

দেড় লাখ কোটি টাকা মূলধন ঘাটতি, চরম বিপদে ২৪ ব্যাংক

২০২৫ অক্টোবর ২০ ১৮:৩৩:৪৭
দেড় লাখ কোটি টাকা মূলধন ঘাটতি, চরম বিপদে ২৪ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতির চিত্র দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সর্বশেষ ২০২৫ সালের জুন প্রান্তিকের তথ্য বলছে, দেশের মোট ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ২৪টিই ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ এখন ১ লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

মাত্র এক প্রান্তিকে (মার্চ থেকে জুন) ঘাটতির পরিমাণ বেড়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। ঘাটতিতে থাকা এই ২৪টি ব্যাংকের মধ্যে রয়েছে চারটি রাষ্ট্রায়ত্ত, দুটি বিশেষায়িত এবং আঠারোটি বেসরকারি ব্যাংক। নতুন করে এনআরবিসি এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকও এই তালিকায় যুক্ত হয়েছে।

মূলত খেলাপি ঋণের ভয়াবহ চাপই এই অবস্থার জন্য দায়ী। খেলাপি ঋণ বাড়ার কারণে ব্যাংকগুলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না, ফলস্বরূপ মূলধন হারিয়ে ফেলছে। যেসব ব্যাংক মূলধন ঘাটতিতে থাকে, তারা শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারে না এবং আন্তর্জাতিক লেনদেনেও অসুবিধায় পড়ে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে সর্বোচ্চ মূলধন ঘাটতিতে রয়েছে বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক ২৯ হাজার ১৬১ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাটতি জনতা ব্যাংকের ১৭ হাজার ২৫ কোটি টাকা।

শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ঘাটতি ইউনিয়ন ব্যাংকের ২১ হাজার ৩৮৭ কোটি টাকা এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ঘাটতি ন্যাশনাল ব্যাংকের ৮ হাজার ৪৫৯ কোটি টাকা। এই বিপুল ঘাটতি সার্বিক আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে