ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

যে পরিচয়ে বাসা ভাড়া নেন সেই পর্ন-তারকা যুগল

২০২৫ অক্টোবর ২০ ১৯:১৫:০৮
যে পরিচয়ে বাসা ভাড়া নেন সেই পর্ন-তারকা যুগল

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে বান্দরবানে পর্নোগ্রাফি সংশ্লিষ্ট এক দম্পতির গ্রেফতার। তারা নিজেদের ‘ফল ব্যবসায়ী’ পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে গোপনে পর্ন ভিডিও তৈরি ও অনলাইনে প্রচার করে আসছিলেন। গত রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায়, বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার একটি ভাড়া বাসা থেকে সিআইডি-র একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই যুগল ফল ব্যবসায়ী পরিচয়ে ১৩ অক্টোবর ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন, মাসিক ১০ হাজার টাকায়। ভাড়া নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্রসহ নিয়মিত সব প্রক্রিয়া অনুসরণ করা হলেও, বাড়ির ম্যানেজার তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে অজ্ঞ ছিলেন।

বাড়ির ম্যানেজার জানান, তারা বাসা থেকে বের হলে সবসময় হেলমেট পরে থাকতেন, যাতে কেউ চেহারা চিনতে না পারে। এমনকি গ্রেফতারের আগে তারা আত্মীয় পরিচয়ে আরও একজনকে বাসায় ডেকেছিলেন। এসব আচরণে সন্দেহের জায়গা থাকলেও অবৈধ কর্মকাণ্ডে জড়িত—তা বোঝা যায়নি বলে জানান তিনি।

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা দেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট (পর্ন) প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন। নিজেদের ‘মডেল’ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ভিডিও তারা জনপ্রিয় ওয়েবসাইটে আপলোড করতেন।

এক অনুসন্ধানমূলক প্রতিবেদন গত ১৭ অক্টোবর প্রকাশ করে দ্য ডিসেন্ট নামের একটি প্ল্যাটফর্ম। সেখানে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় এবং এ পর্যন্ত ১০০টিরও বেশি ভিডিও তৈরি করেছেন। এর মাধ্যমে তারা বিপুল দর্শক ও অনুসারী গড়ে তুলেছেন।

এছাড়াও জানা গেছে, তারা শুধু ভিডিও বানাতেই থেমে থাকেননি, বরং টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে এসব ভিডিওর লিংক প্রচার করতেন এবং আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন। তাদের নামে খোলা একটি টেলিগ্রাম চ্যানেলে কয়েক হাজার সদস্য রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, এই দম্পতি শুধুমাত্র নিজেরাই অপরাধে যুক্ত ছিলেন না, বরং অন্যদেরও এই পথে উৎসাহিত করতেন। এর মাধ্যমে দেশে বসে পর্ন ভিডিও তৈরির একটি ‘নেটওয়ার্ক’ গড়ে তুলছিলেন তারা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ জানান, সিআইডির অভিযানে দুজনকেই গ্রেফতার করে রাতেই চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এই আইনে পর্নো তৈরি, প্রকাশ এবং বিতরণ ফৌজদারি অপরাধ, যার শাস্তি হিসেবে জরিমানা ও কারাদণ্ড—উভয়ই হতে পারে।

‘দ্য ডিসেন্ট’-এর প্রতিবেদন এবং গ্রেফতারের পর বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই এই ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের সংস্কৃতির জন্য হুমকি বলে অভিহিত করছেন এবং আইনের কঠোর প্রয়োগ দাবি করেছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে