ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

আলবানিজের সামনে ট্রাম্পের কড়া বার্তা

২০২৫ অক্টোবর ২১ ০৮:৪৩:৪৩
আলবানিজের সামনে ট্রাম্পের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে ওয়াশিংটনে সোমবার (২০ অক্টোবর) এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে শেষ সুযোগ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, চুক্তি লঙ্ঘন করা হলে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্প বলেন, “ইসরায়েল প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে আবারও অভিযান চালানো হবে — হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।” তিনি আরও উল্লেখ করেছেন যে সাম্প্রতিক ইসরায়েলি আক্রমণের ফলে হামাস অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং তার অনুমান হামাসের পক্ষে এখন ইরান সরাসরি হস্তক্ষেপ করবে না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা তাদের (হামাসকে) খুব অল্প সময় দিচ্ছি। তারা যদি শান্তির পথে না আসে, তবে পরিণতি ভয়াবহ হবে।”

সাম্প্রতিক পরিসংখ্যান উল্লেখ্য: ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘর্ষ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত অন্তত ৬৮,১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে অপহরণ করা হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে