ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাম্প-মোদি উত্তেজনায় নতুন মাত্রা

২০২৫ অক্টোবর ২০ ১৫:৩৪:৪৩
ট্রাম্প-মোদি উত্তেজনায় নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ায় ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “রুশ তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর আরও বড় ধরনের শুল্ক আরোপ করা হবে।”

ট্রাম্প আরও দাবি করেন, মোদি তাকে ফোনে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবেন। তবে পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি নাকচ করে জানায়, সম্প্রতি মোদির সঙ্গে ট্রাম্পের কোনো ফোনালাপই হয়নি।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানিপণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। টেক্সটাইল, ওষুধ, কেমিক্যালসহ বিভিন্ন খাতে এই শুল্ক ভারতের রপ্তানির ওপর বড় ধাক্কা দিয়েছে।

গত চার মাসে মার্কিন বাজারে ভারতের রপ্তানি ৪০ শতাংশের বেশি কমে গেছে, যা মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সস্তায় তেল দিচ্ছে মস্কো। সেই সুযোগে রাশিয়ার অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে ভারত।

তবে ট্রাম্প প্রশাসন মনে করছে, ভারতের এ তেল ক্রয়ই রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। সে কারণেই এ নিয়ে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে