ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ অক্টোবর ২০ ১৮:৪৫:৫৭
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। চলমান কর্মসূচির অংশ হিসেবে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় শাহবাগে অবস্থান নিয়ে মাথায় কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবেন তারা। এই কর্মসূচিতে জেলা ও উপজেলা সদরের শিক্ষক-কর্মচারীরাও একযোগে অংশ নেবেন।

এর আগে সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা টানা নবম দিনের মতো মহাসমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা স্পষ্ট করে বলেন, তাদের তিনদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন না। দাবি তিনটি হলো—১. বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা,২. মেডিকেল ভাতা ১৫০০ টাকা করা এবং ৩. উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করা।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, সরকার এখনো তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়নি। যদিও অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে, তবে তা শিক্ষকদের প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, এই প্রস্তাব তাদের ন্যায্য দাবি পূরণের কাছাকাছিও নয়।

এর আগে রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকদের ভুখা মিছিল শিক্ষাভবনের দিকে অগ্রসর হলে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এরপর শিক্ষক নেতারা ঘোষণা দেন, দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতি চলবে।

শিক্ষকরা আরও জানান, এখন থেকে তারা সরকারি প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণও বন্ধ করে দেবেন। কারণ তারা মনে করেন, সরকার শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে।

এদিকে এই আন্দোলনের প্রতি বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে। রাজনৈতিক সংহতি পাওয়ায় শিক্ষক নেতারা আরও দৃঢ়ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে