ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

বিসিএস দিয়ে প্রশাসনে তারপর হঠাৎ উধাও

২০২৫ অক্টোবর ২০ ১৯:২১:৪৩
বিসিএস দিয়ে প্রশাসনে তারপর হঠাৎ উধাও

নিজস্ব প্রতিবেদক: অননুমোদিতভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সহকারী কমিশনার মো. শফিকুল ইসলামকে চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২০ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৪১তম বিসিএসের মাধ্যমে ২০২৪ সালের ২৮ জুলাই প্রশাসন ক্যাডারে সরাসরি নিয়োগপ্রাপ্ত হন শফিকুল ইসলাম। তিনি ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে ২৯ জুলাই যোগ দেন।

তবে মাত্র এক মাস পর, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি কোনো প্রকার অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকতে শুরু করেন। কর্তৃপক্ষ একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানায়, শফিকুল ইসলামের চাকরির শিক্ষানবিশকালীন আচরণ ও কর্মসম্পাদন সন্তোষজনক ছিল না। তাই ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর ৬(২)(ক) বিধি অনুসারে তার নিয়োগ বাতিল করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে