ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার আলটিমেটাম, সন্ধ্যায় টানটান বৈঠক

২০২৫ অক্টোবর ১৫ ১৭:০৮:৪১
প্রধান উপদেষ্টার আলটিমেটাম, সন্ধ্যায় টানটান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকটি আয়োজন করছে জাতীয় ঐকমত্য কমিশন। সূত্র জানিয়েছে, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেওয়ায় এই তড়িঘড়ি উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই সনদটি দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতা ভিত্তিক নির্বাচনী রূপরেখা, যা গণতন্ত্র, অংশগ্রহণ ও নিরপেক্ষতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু এই সনদের কিছু দফা বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে।

এই প্রেক্ষিতে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা বৈঠকে বসেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস নিজেই, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানও।

বিকেল ৪টার মধ্যে প্রতিটি রাজনৈতিক দল ও জোটকে দুইজন প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানানো হয়। যারা নির্ধারিত সময়ে নাম পাঠাবে, তারাই শুধু সন্ধ্যার বৈঠকে অংশ নিতে পারবেন বলে চিঠিতে জানানো হয়।

চিঠিটি কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ স্বাক্ষর করেন এবং তাতে বৈঠককে ‘অতি জরুরি’ বলে উল্লেখ করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে