ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

আন্তর্জাতিক পর্নোচক্রে জড়িত বাংলাদেশি দম্পতি গ্রেফতার

২০২৫ অক্টোবর ২০ ১১:৪৫:৩২
আন্তর্জাতিক পর্নোচক্রে জড়িত বাংলাদেশি দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরি, প্রকাশ ও প্রচারের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, ওই দম্পতি নিয়মিতভাবে বিদেশি একটি জনপ্রিয় পর্নো সাইটে ভিডিও আপলোড করতেন, যা অল্প সময়েই শীর্ষস্থানে উঠে আসে। অনুসন্ধানে জানা যায়, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রচার করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ আয় করছিলেন।

সিআইডির মতে, শুধু নিজেরাই অপরাধে যুক্ত থাকাই নয়, তারা অন্যদেরও এই চক্রে যুক্ত হতে উৎসাহ দিচ্ছিলেন। এতে দেশে বসেই একটি পর্নোগ্রাফি নেটওয়ার্ক গড়ে উঠছিল।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, এ ধরনের কার্যক্রম ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে