ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

নতুন করে এস আলম গ্রুপের ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ

২০২৫ অক্টোবর ২০ ২১:১৪:১০
নতুন করে এস আলম গ্রুপের ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক: দেশের বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবার ও সহযোগীদের নামে থাকা ১০৫টি কোম্পানি ও প্রতিষ্ঠানের মোট ৫১৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ২৮৬টি শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক তাহসিন মোনাবিল হক দুর্নীতির মামলায় এসব শেয়ার জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এস আলম ও তার সহযোগীরা শেয়ারগুলো অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছিলেন, যা প্রতিরোধে আদালতের নির্দেশ প্রয়োজন ছিল।

এর আগে, গত ৯ জুলাই একই আদালত এস আলম, তার পরিবার ও সহযোগীদের নামে থাকা ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল। এসব অ্যাকাউন্টে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকে জমা ছিল ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা।

তাছাড়া, ২৪ জুন একই আদালত সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও জার্সি দ্বীপে এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের মালিকানাধীন বিদেশি সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের নির্দেশ দেন।

এরও আগে দুর্নীতির একই মামলায় আদালত একাধিক দফায় এস আলম গ্রুপের বিভিন্ন সম্পদ জব্দের নির্দেশ দেন।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে