ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

গ্যাস চুরির অভিযোগে মুখ খুললেন অনন্ত জলিল

২০২৫ অক্টোবর ২০ ১৮:৩৭:২৮
গ্যাস চুরির অভিযোগে মুখ খুললেন অনন্ত জলিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের একটি কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস।

শনিবার সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র ভিজিল্যান্স টিম কারখানায় অভিযান চালায়। অভিযানের সময় শ্রমিকরা তিতাস কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখলে, পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

তিতাসের ভিজিল্যান্স ব্যবস্থাপক আব্দুল আলীম রাসেল জানান, অভিযানে গ্যাস মিটার টেম্পারিংয়ের (জালিয়াতির) প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুটি মিটার জব্দ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, এজেআই গ্রুপের তিনটি সংযোগের মধ্যে দুটি সংযোগে (সংকেত নম্বর–৩৩৮০০০৪০৪ ও ৮৩৮০০০৪০৪) প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা বকেয়া রয়েছে। মিটার বদল করে গ্যাস চুরি করা হচ্ছিল, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এই অভিযোগ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “আমি ফ্যাক্টরিটি জুয়েল ইসলাম নামে একজনকে ভাড়া দিয়েছিলাম। গ্যাস চুরির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “এসব সংবাদ প্রকাশ না করাই ভালো। আমি একজন সেলিব্রিটি, এর ফলে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে।”

তবে তিতাস কর্তৃপক্ষ বলছে, অনন্ত জলিলই গ্রাহক হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। কারখানা ভাড়া দেওয়া হলেও গ্রাহকের দায়িত্ব থেকেই তিনি মুক্ত নন। গ্যাস চুরি ও বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত সংযোগ চালু হবে না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে