ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

নির্বাচনে বড় নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন

২০২৫ অক্টোবর ২০ ১৫:৩০:৪০
নির্বাচনে বড় নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে আইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. আখতার হোসেন।

তিনি বলেন, “নির্বাচনী প্রচারে কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না। তবে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করতে পারবেন।”

ইসি সচিব আরও জানান, নির্বাচনে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে সেনাবাহিনী থাকবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে। সেনাবাহিনী: ১ লাখ, পুলিশ: ১.৫ লাখ, অন্যান্য বাহিনীসহ মোট: প্রায় ৬ লাখ

আগে নির্বাচনের আগে পাঁচ দিনের জন্য বাহিনী মোতায়েন করা হতো, এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাব এসেছে। বিষয়টি পর্যালোচনার কথা জানান ইসি সচিব।

বৈঠকে উপস্থিত ছিলেন:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা

ইসি সচিব বলেন, “সবাই চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ নেই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে