ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

জুলাই শহীদের সন্তানদের জন্য নতুন নির্দেশনা জারি

২০২৫ অক্টোবর ২১ ০৯:১৫:৫৮
জুলাই শহীদের সন্তানদের জন্য নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সন্তানদের জন্য অবৈতনিক শিক্ষার সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর ২০২৫) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে বহু দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন। শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সরকার অবৈতনিক শিক্ষা সুবিধার সিদ্ধান্ত নিয়েছে।”

যেসব প্রতিষ্ঠানে সুবিধা প্রযোজ্য:

সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন:

ইঞ্জিনিয়ারিং কলেজ

টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ

পলিটেকনিক ইনস্টিটিউট

ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইত্যাদি

প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে