ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

জবি ছাত্রদল নেতা জোবায়েদের খুনের পেছনের গল্প

২০২৫ অক্টোবর ২০ ১০:১৭:২২
জবি ছাত্রদল নেতা জোবায়েদের খুনের পেছনের গল্প

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন খুন হয়েছেন প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিকা বর্ষা শাবনামের ‘প্রেম ভাঙনের’ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে তার প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু মিলে জোবায়েদকে হত্যা করে।

ঘটনাটি ঘটে পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাসায়, যেখানে জোবায়েদ বর্ষাকে প্রাইভেট পড়াতেন। খুনের ঘটনায় অভিযুক্ত ছাত্রী বর্ষা ও তার প্রেমিক মাহিরকে আটক করেছে পুলিশ।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্ষা ও মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্ষা জানান তিনি জোবায়েদকে পছন্দ করেন — যদিও জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেমের কোনো সরাসরি প্রমাণ মেলেনি। রাগ ও হিংসার বশে মাহির তার বন্ধু নাফিসকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে ধারণা পুলিশের।

হত্যার ১৪ ঘণ্টা পার হলেও এখনো মামলা হয়নি বলে অভিযোগ করেছে জোবায়েদের পরিবার। তারা জানায়, বংশাল থানার ওসি ৫ জনের নামে মামলা নিতে রাজি হননি এবং আসামির সংখ্যা কমাতে বলেন।

এদিকে, হত্যাকাণ্ডের পর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে। তাঁতীবাজার মোড় অবরোধ ও বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা।

জানা গেছে, নিহত জোবায়েদ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে