ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি

২০২৫ অক্টোবর ২০ ১১:১৬:২৪
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব দপ্তর, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মরত ব্যক্তিদের অফিস ত্যাগের আগে নিজ নিজ কক্ষে থাকা বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করতে হবে এবং এসির প্লাগ খুলে রাখতে হবে।

নির্দেশনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এসব বিষয় সুনিশ্চিত করে সতর্কতামূলক ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু হয়।

১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি তোয়ালে কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা লাগে।

সর্বশেষ ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে আসে ২৭ ঘণ্টা পর।

এই প্রেক্ষাপটেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগুনের ঝুঁকি এড়াতে এই সতর্কতা জারি করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে