ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

৫০০ কোটি টাকার কেলেঙ্কারিতে সাবেক গভর্নরসহ ২৬ জন

২০২৫ অক্টোবর ২০ ১৯:২৬:২৮
৫০০ কোটি টাকার কেলেঙ্কারিতে সাবেক গভর্নরসহ ২৬ জন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতসহ মোট ২৬ জনের বিরুদ্ধে ৫৩১ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এই চার্জশিট অনুমোদন করা হয় বলে জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।তিনি বলেন, শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে।

এই মামলাটি গত ২০ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করেছিলেন।

চার্জশিটভুক্ত ২৬ আসামির মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো:

ড. আতিউর রহমান (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক)

ড. আবুল বারাকাত (সাবেক চেয়ারম্যান, জনতা ব্যাংক)

আবু হেনা মো. রাজী হাসান (সাবেক ডেপুটি গভর্নর)

ড. নিতাই চন্দ্র নাথ, ড. আর. এম. দেবনাথ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, মো. আবু নাসের (সাবেক পরিচালকবৃন্দ, জনতা ব্যাংক)

আব্দুছ ছালাম আজাদ (সাবেক এমডি, জনতা ব্যাংক)

অজয় কুমার ঘোষ, আজমুল হক, গোলাম আজম, শাহজাহান, এমদাদুল হক, ওমর ফারুক, গোলাম ফারুক, ইফতিখার-উজ-জামান প্রমুখ

এননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল এবং মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের এমডি আনোয়ার হোসেন

দুদকের তদন্ত অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংকের কর্পোরেট শাখা থেকে প্রায় ৫৩১ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেন।

এই টাকার সুদ-আসলে বর্তমান পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১৩০ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, মামলার এজাহারে আত্মসাতের পরিমাণ উল্লেখ করা হয়েছিল ২৯৭ কোটি টাকা, যা পরবর্তীতে তদন্তে দ্বিগুণেরও বেশি প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা:

ভুয়া দলিল ও নথি তৈরি করে

ঋণের অর্থ আত্মসাৎ করেছেন

মানি লন্ডারিং করেছেন

ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে প্রক্রিয়াটি বাস্তবায়ন করেছেন

এছাড়া জাল দলিলের মাধ্যমে ঋণ ছাড়, মনগড়া মূল্যায়ন, এবং বেআইনি পুনঃতফসিল– সব কিছুই ছিল পরিকল্পিত। ফলে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশ করেছে দুদক।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে