ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ অক্টোবর ১৬ ১৮:৩৯:৪১
স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির নানা অভিযোগের মুখে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম এবং তাঁর স্ত্রী সুমা ইসলাম কে দেশের বাইরে যাত্রা করতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের আবেদন বিবেচনায় এনে এ নিষেধাজ্ঞার আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদক তাদের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রনি এর মাধ্যমে আদালতে আবেদন করেন, যাতে তদন্ত চলাকালীন তাদের দেশত্যাগ রোধ করা যায়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, এএফএম শাহীনুল ইসলাম বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

তদন্ত সংস্থার বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শাহীনুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। এজন্য তাদের বিদেশ যাত্রা সীমিত রাখা জরুরি বলে বিবেচনা করা হয়।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ফলে শাহীনুল ইসলাম ও তাঁর স্ত্রী বর্তমানে দেশের বাইরে যেতে পারবেন না, যতক্ষণ না তদন্ত শেষ হয় বা আদালত অন্য নির্দেশনা দেয়।

বিএফআইইউ-এর সাবেক প্রধান হিসেবে তার বিরুদ্ধে চলমান এই দুর্নীতি ও অর্থ পাচার মামলাগুলো দেশের অর্থনৈতিক স্বচ্ছতা ও সরকারের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার বড় পরীক্ষার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে