ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি

২০২৫ অক্টোবর ১৬ ১০:৫২:২১
১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ধাতব মুদ্রাকে (কয়েন) বৈধ স্বীকারোক্তি জানিয়ে তা গ্রহণে অস্বীকৃতি জানানো থেকে সবাইকে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস থেকে গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনেকে অনীহা প্রকাশ করছেন। তবে, কাগজের নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাও বৈধ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব মুদ্রা নগদ লেনদেনে গ্রহণ না করা আইনবিরোধী। তাই সর্বসাধারণকে ১ ও ২ টাকার কয়েন স্বাভাবিকভাবে লেনদেনে গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে