ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

নোভার্টিসের নতুন রূপ ‘নেভিয়ান লাইফসাইন্স’

২০২৫ অক্টোবর ১৮ ২০:১৭:৩৪
নোভার্টিসের নতুন রূপ ‘নেভিয়ান লাইফসাইন্স’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রায় অর্ধশতাব্দীর ঐতিহ্য ধারণ করে নতুন নামে যাত্রা শুরু করেছে দেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নেভিয়ান লাইফসাইন্স পিএলসি (Nevian Lifescience PLC)। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস এজি (Novartis AG)-এর বাংলাদেশের শেয়ার কাঠামোতে বড় পরিবর্তনের মধ্য দিয়ে, দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড নোভার্টিসের বাংলাদেশের কার্যক্রম অধিগ্রহণ করার পর এই ঐতিহাসিক রূপান্তর সম্পন্ন হয়েছে।

এই নতুন সূচনাকে কেন্দ্র করে শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের প্রশাসন, চিকিৎসা, শিক্ষা ও শিল্পখাতের ৫০০-রও বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেভিয়ান লাইফসাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহিদী বলেন,“নোভার্টিসের দীর্ঘ ২৫০ বছরের বৈশ্বিক ঐতিহ্য ও বাংলাদেশের ৫০ বছরের অভিজ্ঞতা এখন এক সুতোয় গাঁথা হলো নেভিয়ান নামে। আমরা মানসম্মত, নিরাপদ ও জীবনরক্ষাকারী ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রূপান্তর কেবল নামের নয়—এটি আমাদের দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির নতুন দিগন্ত।”

রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী বলেন,“নোভার্টিসের মতো একটি বৈশ্বিক ঐতিহ্যের প্রতিষ্ঠানকে দেশীয় মালিকানায় নিয়ে আসা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। আমরা নেভিয়ানের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে ওষুধ উৎপাদন ও রপ্তানি আরও বিস্তৃত করব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. চৌধুরী মাহমুদ হাসান আশা প্রকাশ করে বলেন,“নেভিয়ান লাইফসাইন্স দেশের ওষুধ শিল্পে মান ও বিশ্বাসের নতুন মানদণ্ড স্থাপন করবে। বিশ্বমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে এটি বাংলাদেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি মানসম্মত ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন,“নেভিয়ানের এই নতুন যাত্রা দেশের শিল্প ও স্বাস্থ্য খাতের জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনবে। নীতিমালা মেনে কাজ করলেই এই প্রতিষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যাবে।”

শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন,“বাংলাদেশের ওষুধ শিল্প এখন আন্তর্জাতিক বাজারে নিজস্ব অবস্থান তৈরি করেছে। নেভিয়ান সেই অর্জনকে আরও সুসংহত করবে এবং রপ্তানি সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

বিসিআইসি চেয়ারম্যান ও নেভিয়ান লাইফসাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন,“নতুন মালিকানার অধীনে নেভিয়ান একটি শক্তিশালী ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হবে। দেশের শিল্পখাতে তাদের সহযোগিতা আরও বেগবান হবে।”

নেভিয়ানের কর্মকর্তারা জানান, নোভার্টিসের ব্র্যান্ড ওষুধগুলো আগের মতোই একই কারখানায়, একই উপাদান ও প্রক্রিয়ায় উৎপাদন করা হবে। ফলে ওষুধের গুণগত মান ও কার্যকারিতা অপরিবর্তিত থাকবে। এছাড়া, নেভিয়ানের ইইউ-জিএমপি সনদপ্রাপ্ত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইতিমধ্যে সুইজারল্যান্ডভিত্তিক স্যান্ডোজ এজি-এর আওতাধীন বিভিন্ন দেশে রপ্তানি কার্যক্রম শুরু করেছে, যা বাংলাদেশের ফার্মা শিল্পে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে সিবা-গেইগী (বাংলাদেশ) লিমিটেড নামে যাত্রা শুরু করে এবং ১৯৯৬ সালে নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিতি পায়। প্রায় অর্ধশতাব্দী পর এবার ‘নেভিয়ান লাইফসাইন্স’ নাম ধারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি নতুন অধ্যায়ে প্রবেশ করলো।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে