ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

সব সিম থাকবে না আপনার নামে—নতুন নির্দেশনায় চমক

২০২৫ অক্টোবর ১৩ ১৩:০২:২১
সব সিম থাকবে না আপনার নামে—নতুন নির্দেশনায় চমক

নিজস্ব প্রতিবেদক : নিজ জাতীয় পরিচয়পত্রে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিটিআরসি জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন নিজ উদ্যোগে অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে বাতিল করতে হবে বা মালিকানা হস্তান্তর করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে বিটিআরসি অতিরিক্ত সিমগুলো দৈবচয়ন (random) ভিত্তিতে বাতিল করে দেবে।

নিজের নামে কয়টি সিম আছে, জানবেন যেভাবে:

মোবাইলে ডায়াল করুন: *16001#

এরপর জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট দিয়ে রিপ্লাই করুন।

২০১৭ সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম রাখার অনুমতি দিয়েছিল বিটিআরসি। তবে ২০২৫ সালের ১৯ মে কমিশনের সভায় এই সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০-এ আনা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে