ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ইউটিউব ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

২০২৫ অক্টোবর ০৩ ১৫:৪৯:২৮
ইউটিউব ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে একটি সুখবর। জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এবার চালু করেছে ‘মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ট্র্যাক’ ফিচার, যার মাধ্যমে একটি ভিডিওতেই একাধিক ভাষার অডিও যুক্ত করা যাবে। ফলে এখন দর্শকরা নিজেদের পছন্দের ভাষায় ভিডিওটি উপভোগ করতে পারবেন, আলাদা চ্যানেল খোলার বা একই ভিডিও নতুন করে আপলোড করার প্রয়োজন পড়বে না।

ইউটিউব জানিয়েছে, এই ফিচারটি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। সেই পরীক্ষায় অংশ নেন বিশ্বের শীর্ষ ইউটিউবার মিস্টার বিস্ট, মার্ক রবার এবং বিখ্যাত শেফ জেমি অলিভারসহ অনেকে। তাদের অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক। উদাহরণস্বরূপ, জেমি অলিভার জানিয়েছেন যে, এই ফিচার চালুর পর তার ভিডিওর ভিউ প্রায় তিন গুণ বেড়েছে।

এই সুবিধাটি পুরোপুরি ম্যানুয়াল—অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। কনটেন্ট ক্রিয়েটরদের নিজেদেরই ভিডিওটির বিভিন্ন ভাষায় অডিও রেকর্ড করে ইউটিউবে আপলোড করতে হয়। এরপর ইউটিউবের সাবটাইটেল বা ক্যাপশন এডিটর ব্যবহার করে ওই অডিও ট্র্যাকগুলো যুক্ত করতে হয়। বিশেষ দিক হলো, পুরোনো ভিডিওতেও এই অডিও ট্র্যাক যুক্ত করা সম্ভব, ফলে আগের কনটেন্ট থেকেও নতুন করে আয় বাড়ানো সম্ভব হবে।

এছাড়াও ইউটিউব চালু করেছে লোকালাইজড থাম্বনেল ফিচার। এর ফলে, ভিডিওর কভার ছবি দর্শকের ভাষা সেটিং অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। এতে ব্যবহারকারীরা নিজেদের ভাষায় কনটেন্টের সঙ্গে আরও বেশি সম্পর্ক অনুভব করবেন এবং আগ্রহও বাড়বে।

নতুন এই ফিচার সময় ও অর্থ—দু’টিই সাশ্রয় করবে। আগে যারা অন্য ভাষার ভিডিও না বুঝে এড়িয়ে যেতেন, এখন তারা নিজেদের পছন্দের ভাষায় ডাব করা ভিডিও শুনে তা উপভোগ করতে পারবেন। তৃতীয় পক্ষের কোনো ডাবিং বা অনুবাদ সার্ভিস ব্যবহারের প্রয়োজন পড়বে না।

ইউটিউব জানিয়েছে, যারা এই মাল্টি-ল্যাঙ্গুয়েজ ফিচার ব্যবহার করেছেন, তারা দেখেছেন যে তাদের ভিডিওর ২৫ শতাংশ ওয়াচটাইম এসেছে সেই দর্শকদের কাছ থেকে, যারা ভিডিওর মূল ভাষা বোঝেন না। অর্থাৎ, ভাষার সীমা অতিক্রম করে এখন কনটেন্ট আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে