ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

২০২৫ অক্টোবর ০৪ ০০:১৭:১২
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের মতোই রোমাঞ্চকর লড়াই উপহার দিল টাইগাররা। রান তাড়া করতে নেমে মাঝপথে হোঁচট খেলেও শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে আর শরিফুল ইসলামের সঙ্গেই জয় ছিনিয়ে নেয় লাল-সবুজের দল। ২ উইকেটের জয় নিশ্চিত করে কোচ ফিল সিমন্সের শিষ্যরা সিরিজের ট্রফি তুলে নিল আগেভাগেই।

শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (৩ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে আগের দিনের মতো ভেঙে পড়েনি আফগানিস্তানের টপ অর্ডার। উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দেন সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান।

দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। ব্যক্তিগত ২৩ রানে রিশাদ হোসাইনের বলে পারভেজ হোসাইন ইমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আতাল। এরপর দলীয় ৭১ রানে বিদায় নেন ইব্রাহিম জাদরান। তিন নম্বরে নেমে ভয়ঙ্কর ব্যাটিং শুরু করেন রহমতুল্লাহ গুরবাজ, যিনি মাত্র ৩০ রান করে শরিফুল ইসলামের সরাসরি বোল্ডে ফিরে যান। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও একটি চার।

শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাই ও অভিজ্ঞ মোহাম্মদ নবি আফগান ইনিংস টেনে নেন। দুজনই অপরাজিত থেকে যথাক্রমে ১৯ ও ২০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৭ রান। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৮ রান।

এরপর রান তাড়া করতে নেমে একসময় চাপের মুখে পড়ে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের মতো এবারও দায়িত্ব নিলেন নুরুল হাসান সোহান। তার শান্ত ইনিংসে শেষ পর্যন্ত শরিফুলকে সঙ্গে নিয়ে জয় তুলে নেয় টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে