ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

আত্মীয়দের জন্য মাংস পাঠাতে গিয়ে ধরা খেয়ে গেলেন সেলিম

২০২৫ অক্টোবর ১০ ১৮:৪১:১৬
আত্মীয়দের জন্য মাংস পাঠাতে গিয়ে ধরা খেয়ে গেলেন সেলিম

নিজস্ব প্রতিবেদক : খুলনার কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে দুটি প্লাস্টিকের ঝুড়িতে হরিণের মাংস পলিথিনে মুড়িয়ে আত্মীয়দের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন সেলিম। ঠিক তখনই নৌবাহিনী ও পুলিশের যৌথ দল উপস্থিত হয়ে হাতেনাতে তাকে ধরে ফেলে।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় কয়রা থানার পুলিশও। উদ্ধার করা ৪৪ কেজি মাংসসহ সেলিমকে থানায় হস্তান্তর করা হয়।

কয়রা থানার এসআই তারেক মাহমুদ বলেন, “এলাকাটি সুন্দরবন–সংলগ্ন হওয়ায় বন্যপ্রাণী শিকারের ঘটনা প্রায়ই ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।”

সেলিমের প্রাথমিক জবানবন্দিতে জানা গেছে, আত্মীয়রা হরিণের মাংস খেতে চাওয়ায় স্থানীয় শিকারিদের কাছ থেকে তিনি মাংসটি কেনেন।

কয়রা থানার ওসি মোতালেব হোসেন জানান, আটক সেলিমকে আদালতে পাঠানো হবে এবং আদালতের নির্দেশে উদ্ধার করা মাংস ধ্বংস করা হবে।

বাংলাদেশের বন আইন অনুযায়ী, হরিণসহ যেকোনো বন্যপ্রাণী শিকার ও সংরক্ষণ শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধে জরিমানা ও জেল—দুটিই হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে