ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

দেশে ফিরেই নুরের বিস্ফোরক হুঁশিয়ারি!

২০২৫ অক্টোবর ০৫ ০৮:২৮:৪৪
দেশে ফিরেই নুরের বিস্ফোরক হুঁশিয়ারি!

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আমাদের ওপর হামলার বিচার না হলে, যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব।”

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

নুর বলেন, শেখ হাসিনার আমলেও এতটা বর্বরোচিত হামলার শিকার হননি তিনি। অতীতে বিতর্কিত নির্বাচন নিয়ে সাবেক সিইসি-র গলায় জুতার মালা পরানো হয়েছে, এক প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছেন। তাই এই হামলার বিচার না হলে ভবিষ্যতে কঠিন জবাব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা সরকারের অংশীদার নই, বরং সহযোগিতা করছি। কিন্তু যারা সিগন্যাল পাবে তারা মাঠে থাকবে, আর আমাদের মতোদের ওপর হামলা চালানো হবে— এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

এসময় তিনি দাবি জানান, তার ওপর হামলার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দিতে হবে।

নুর অভিযোগ করেন, বিচার বিভাগীয় তদন্তে গড়িমসি চলছে। ৩৫ দিন পার হলেও কার্যকর কোনো অগ্রগতি নেই।

উল্লেখ্য, ২৯ আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে নুর গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে