ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ভারত ভ্রমণের আগে এবার নতুন যন্ত্রণা

২০২৫ অক্টোবর ০৩ ১৫:৩৯:৫৩
ভারত ভ্রমণের আগে এবার নতুন যন্ত্রণা

নিজস্ব প্রতিবেদক : ভারত ভ্রমণের আগে এবার বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে আগমন ফরম পূরণ। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিয়ম নতুন করে যাত্রীদের জন্য হয়ে উঠেছে ভোগান্তির আরেক নাম।

পাসপোর্টধারীরা জানান, ভ্রমণের ৭২ ঘণ্টা আগেই 'ইন্ডিয়ান ভিসা অনলাইন এরাইভাল' ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে তার প্রিন্ট কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। কিন্তু প্রায়ই সার্ভার ডাউন থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

এর আগে ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখেই ফরম পূরণ করা যেত। তবে নতুন এই ডিজিটাল পদ্ধতিতে অনেকে বাড়তি খরচ ও হয়রানির মুখে পড়ছেন।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, শর্তের চাপ বাড়ায় ভারতগামী যাত্রী সংখ্যা কমে এখন দৈনিক ৮০০–১,০০০ জনের মধ্যে। আগে এই সংখ্যা ছিল ৭–৮ হাজার।

যাত্রী অনিমেষ জানান, “ভিসা পেতেই খরচ হয়েছে ১৭-১৮ হাজার টাকা, এখন নতুন ফরমে আবার ১০০ টাকা, সার্ভার ঝামেলা তো আছেই।”

গত বছরের আগস্টে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। এখন শুধু মেডিকেল ভিসা চালু থাকলেও তাতে নানা শর্ত ও দ্বিগুণ ফি জুড়ে দিয়েছে তারা।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, “যাত্রী চলাচল কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভিসা সংখ্যা ও নতুন নিয়ম।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে